![]() |
| ভাস্কর্য ভাঙার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন |
মামুনুর রশিদ,দিনাজপুর প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙ্গে ফেলা এবং বঙ্গবন্ধুর প্রতি অসন্মানের প্রতিবাদে বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগ দিনাজপুর শাখা মানববন্ধন কর্মসুচি পালন করেছে।
আজ মঙ্গলবার দুপুর ১টায় দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে মুক্তিযোদ্ধারা ভাস্কর্য বিরোধী অপশক্তিকে প্রতিহত করার ঘোষনা দিয়ে ভাস্কর্য ভাঙ্গার সাথে জড়িতদের রাষ্ট্রীয় শত্রু উল্লেখ করে অবিলম্বে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবী জানান।
মানববন্ধন শেষে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে বঙ্গবন্ধু ও তার পরিবারের জন্য মোনাজাত করা হয়।
