তাহের খাঁন, কোঁটচাদপুর(ঝিনাইদহ)
ক্লোন ক্যান্সার থেকে বাঁচতে চাই জেসমিন আক্তার
নাম--জেসমিন আক্তার।
পিতা-- মোঃ জাহাঙ্গীর আলাম, পেশা-- রিক্সা চালক।
বাসা-- দুধসরা ভবানীপুর(কোটচাঁদপুর পৌরসভা)
থানা--কোটচাঁদপুর, জেলা--ঝিনাইদহ।
মেয়েটি কোটচাঁদপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০১৮ সালে SSC পাশ করেন।
বর্তমান কোটচাঁদপুর মহিলা কলেজের একজন HSC পরীক্ষার্থী।
মেয়েটির বাবা একজন রিক্সা চালক হওয়া সত্ত্বেও, লেখাপড়ার প্রতি তাঁর অদম্য ইচ্ছা শক্তি তাকে আটকে রাখতে পারেনি। শত কষ্টের মাঝেও পড়ালেখা চালিয়ে যাচ্ছিলেন।
ভাগ্যের কি নির্মম পরিহাস, বেশ কিছুদিন অসুস্থ থাকার পর আজ জানা গেল জেসমিন ক্লোন ক্যান্সারে আক্রান্ত।
বর্তমানে খুলনা ন্যাশনাল হসপিটালে সাধারন রোগীদের সাথে আছেন। আর্থিক অসচ্ছলতার কারণে ভর্তি হতে পারছে না ভালো কোন হসপিটালে।
একজন রিক্সা চালক বাবার পক্ষে সম্ভব হচ্ছে না মেয়েকে এতো বড় একটা রোগের চিকিৎসা করাতে।
বাঁচার অধিকার সবার আছে, একটা ফুল অঙ্কুরেই বিনষ্ট হতে পারেনা,জেসমিন ফিরে পেতে চাই তার স্বাভাবিক জীবন।
জেসমিনের বাবা জানান, ডাক্তার বলেছে ৭ দিনের মধ্যে তাকে অপারেশন করতে হবে। অপারেশন, ঔষধ, ও অন্যান্য খরচ সহ সর্বোনিম্ন ৫ লক্ষাধিক অর্থ ব্যয় হতে পারে।
মানুষ মানুষের জন্য, তাই আসুন আমরা একটি ফুল কে বাঁচিয়ে রাখি, হাসি ফোঁটায় মেয়েটির মুখে ।
জেসমিন নতুন করে জীবনটা ফিরে পাওয়ার জন্য নিজেই আপনাদের কাছে আর্থিক সাহায্যের আবেদন করেছে।
আসুন যার যা সামর্থ্য আছে তাই দিয়ে জেসমিনের পাশে দাঁড়ায়।
হয়তো আপনাদের দেওয়া কিছু টাকায় বেঁচে যেতে পারে জেসমিনের প্রাণ।
সঠিক তথ্য জানতে প্রয়োজনে ফোন করতে পারেন,
জেসমিনের বড় বোন।
মোছাঃ দোলা আক্তার
মোবাঃ--01911875746
বাঁচার অধিকার সবারই আছে
বিপদ যত প্রতিকূল,
অর্থের অভাবে যেন ঝরে না যায়
জেসমিনের মত হাজারো ফুল!
আসুন আমরা জেসমিনের পাশে দাড়ায়.