নিউজ ডেস্ক:
গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৮২৮ জন। এখন পর্যন্ত সর্বমোট আক্রান্ত হয়েছেন ৬০ হাজার ৩৯১ জন।
আর গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩০ জন। এখন পর্যন্ত সর্বমোট মারা গেছেন ৮১১ জন।
আজ শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১৪ হাজার ৬৪৫টি নমুনা সংগ্রহ করা হয়। মোট ৫০টি ল্যাবে পরীক্ষা করা হয় ১৪ হাজার ৮৮টি নমুনা। দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো তিন লাখ ৭২ হাজার ৩৮৮টি।
এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৬ লাখ ৩২ হাজার ৯৮৫ জন। আর এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৯১ হাজার ১৩৬ জন।