কুষ্টিয়া প্রতিনিধি।। 
কুষ্টিয়ার দৌলতপুরের হোসেনাবাদ কান্দির পাড়ায়  গত ২৭ জুন শনিবার গোপন সংবাদের ভিত্তিতে  হুজুর আলীর মাদক ব্যাবসার ভিডিও গোপনে  ফুটেজ ধারন করলে হুজুর আলী (৫৫) সঙ্গীয় আজ্ঞাত ৩/৪ জন তার মাদকসেবী মিলে দৈনিক স্বর্ণযুগ পত্রিকার দৌলতপুর প্রতিনিধি ও অনলাইন দেশান্তর পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি মোঃ চঞ্চল কে লাঞ্ছিত ও মার ধর করে ও ভিডিও ধারণকৃত মোবাইল ফোনটি ভেঙে দেয় ,এবং হুজুর আলীর বিয়ায়ের ছেলে ওয়ার্ড মেম্বর উজ্জল  সাংবাদিক রা কৌশলে চলে আসার সময় পথোমধ্যে  আটকিয়ে   নানা ভাবে বিভ্রান্ত করার চেষ্টা করে এবং সাংবাদিক চঞ্চলকে হুমকি দেয় এবং আপষে আসার জন্য তার দোকানে দেখা করতে বলে।  পরবর্তীতে সাংবাদিক চঞ্চল সেখান থেকে কৌশলে বের হয়ে এসে  বেপারটা মথুরাপুর পুলিশ ক্যাম্পে অবহিত করে, এবং দৌলতপুর থানায় একটি অভিযোগ দায়ের করে।
এ ঘটনায়  মাদক ব্যাবসায়ী মোঃ হুজুর আলীকে গ্রেফতার করে দৌলতপুর থানা পুলিশ।
 
