মোঃ ইকরামুল করিম সৈকত,
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধিঃ
অভিযোগ সূত্র হতে জানা যায়, ঝিকরগাছা উপজেলার অন্তর্গত গদখালী ইউনিয়ন এর বামন আলী গ্রামের দরিদ্র ভ্যান চালক মীর মনির উদ্দিন (৬৫ বছর) পিতা-মৃত মীর ফখরে, গত ৩ জুন আনুমানিক রাত ৯ঃ৩০ঘটিকায় তার নিজ বাড়িতে অবস্থান করছিলেন। ভ্যান চালক মনির উদ্দিন মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং তিনি তার বাড়িতে একাই বসবাস করতেন।
অন্যদিকে বামন আলী (মীরপাড়া) গ্রামের মীর জলিলের মেয়ে মোছাঃ জেরিন খাতুন (১৫ বছর)। মোছাঃ জেরিন খাতুন ৩ জুন রাতে ভ্যান চালক মনির উদ্দিনের বাড়িতে যায় ও মনির উদ্দিনের কাছে থাকা টাকা কেড়ে নেওয়ার চেষ্টা করে এবং দুইজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। হাতাহাতির একপর্যায়ে জেরিনের কাছে লুকিয়ে রাখা দা দিয়ে মনির উদ্দিনের কাধে সজোরে আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আহত ভ্যান চালক মনির উদ্দিনের চিৎকার শুনে এলাকাবাসি ছুটে আসে এবং আহত অবস্থায় দেখতে পেয়ে মনির উদ্দিনকে হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করে। চিকিৎসা শেষে আহত ভ্যান চালক মনির উদ্দিন এখন তার নিজ বাড়িতে অবস্থান করছেন।