খোন্দকার আব্দুল্লাহ বাশার, ঝিনাইদহ জেলা প্রতিনিধি। 
আজ ৩০/০৬/২০২০ রোজ মঙ্গলবার বার কুষ্টিয়া ল্যাব থেকে ঝিনাইদহে আরাও ৬৭ টি ফলা পাওয়া গেছে এর মাঝে ৫৭ জন নেগেটিভ ও ১০ জন পজেটিভ। উপজেলা ভিত্তিক নতুন আক্রান্ত সংখা। 
সদর উপজেলাঃ ২ জন
কালীগঞ্জ উপজেলাঃ৫জন
মহেশপুর উপজেলাঃ ৩ জন 
নতুন_আক্রান্তদের_এলাকা
সদর উপজেলা 
১.হাটগোপালপর ২.মির্জাপুর, চণ্ডিপুর
কালিগঞ্জ উপজেলা 
১.রাকরা,দামদুরপুর ২.মধুগন্জ বাজার, নলডাংগা ৩.উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সর ঠিকানা লিপিবদ্ধ ৪.বলিদাপাড়া,নলডাংগা ৫.বলরামপুর 
মহেশপুর উপজেলা 
১.খালিশপুর ২.দারিয়াপুর ৩.বিজিবি ব্যাটেলিয়ান।
মোট_মৃত্যুর_সংখ্যা_২
শৈলকূপা_১
কালীগন্জ_১
ঘরে থাকুন সুস্থ থাকুন
 
