রহমত উল্লাহ বদলগাছী নওগাঁ রাজশাহীঃনওগাঁ জেলা বদলগাছী পাহাড়পুরে ইয়াবা ও পেন্টাডল বিক্রয় কালে ২ ফার্মেসি মালিক কে আটক করেন জয়পুরহাট জনের (র্যাব ৫ )এর সদস্যরা
নওগাঁ জেলার বদলগাছী উপজেলা ৩নং পাহাড়পুর ইউনিয়নের প্রাণকেন্দ্র পাহাড়পুর বাজার এখানে অবস্থানরত ঔষধ ব্যবসায়ি মোহাম্মদ রাশেদ হোসেন পুনট 'রাশেদ ফার্মেসি ' মোহাম্মদ সোহাগ হোসেন 'খান ফার্মেসি' তারা উভয়েই দীর্ঘদিন যাবত নেশা জাতীয় ঔষধ বিক্রয় করে আসছিল
৮ ই সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে এক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিক্রয় নিষিদ্ধ নেশা জাতীয় ঔষধ ইয়াবা ও পেন্টাডল বিক্রয় কালে ইয়াবা ও পেন্টাডল সহ আটক করেন জয়পুরহাট জনের র্যাব ৫ এর সদস্যরা ।
আটক কৃত ইয়াবা ও পেন্টাডল ব্যবসায়ীদের কে বদলগাছী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা যায়
বদলগাছী থানা পুলিশ ৯ই সেপ্টেম্বর তাদের নামে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করেন ।
