যশোরের মাদক বিরোধী অভিযান অব্যাহত, ৫৩ বোতল ফেন্সিডিল সহ আটক-২

খোন্দকার আব্দুল্লাহ বাশার। 

খুলনা ব্যুরো প্রধান। 

বাংলাদেশ পুলিশে মাননীয় ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) মহোদয় এর  নির্দেশক্রমে মাদক মুক্ত দেশ গড়ার লক্ষে যশোর জেলার পুলিশ সুপার জনাব মুহাম্মদ আশরাফ হোসেন পিপিএম এর সার্বিক তত্বাবধানে জনাব সোমেন দাশ, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), যশোরের নেতৃত্বে অদ্য ২৮ সেপ্টেম্বর   ভোরে  এসআই(নিঃ) মোঃ নুর ইসলাম, সংগীয় এসআই(নিঃ) মোঃ আরিফুল ইসলাম, এএসআই(নিঃ) মোঃ আমিনুল ইসলাম, পিপিএম সহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি), যশোরের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে যশোর বেনাপোল পোর্ট থানাধীন বোয়ালিয়া সাকিনস্থ বোয়ালিয়া বাজার হতে একশত গজ পূর্ব দিকে শার্শা গামী ডুবপাড়া নামক পাঁকা রাস্তার উপর হতে আসামী মোঃ সবুজ হোসেন (২৩) এবং মোঃ মুশফিকুর রহমান বাবু(২৪) দ্বয়কে আটক করে  তাদের দখল হতে ৫৩  বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল  উদ্ধার করা হয়।

বেনাপোল পোর্ট থানায় মামলা রুজু করা হয়েছে।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ