মোঃ আওলাদ হোসেন
জেলা প্রতিনিধি ভোলা (দৌলতখান)
দক্ষিণ বঙ্গের আলিয়া শিক্ষা ব্যবস্থার সর্বপ্রথম একমাত্র শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ছিল হাজিপুর ইসলামিয়া সিনিয়র ফাযিল (ডিগ্রী) মাদ্রাসা।
মাদ্রাসাটি ১৯১২ সালে দৌলতখান উপজেলার হাজিপুর ইউনিয়নে প্রতিষ্ঠা লাভ করেছিল। পরবর্তীতে কালের পরিক্রমায় সময়ের বিবর্তনে কয়েকবার এই প্রতিষ্ঠানটি মেঘনা নদীর গর্ভে বিলীন হয়ে যায়।এর পর মাদ্রাসাটি ১৯৯৫ সালে দৌলতখান পৌরসভায় স্থানান্তর হয়। প্রতিষ্ঠাকাল থেকেই মাদ্রাসাটি শিক্ষা বিস্তারে সুনাম সুখ্যাতি অর্জন করে আসছে। আজ ২৮শে সেপ্টেম্বর সকাল ৯টায় হাজিপুর ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ মোহসেন মহোদয়ের সভাপতিত্বে মাদ্রাসাটির মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করেন, দৌলতখান পৌরসভার দুই বারের নির্বাচিত সুযোগ্য মেয়র, জনাব জাকির হোসেন তালুকদার। পরে মাদ্রাসার শিক্ষক, এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি বর্গ ও মুসল্লীদের অংশগ্রহণে দোয়া ও মোনাজাতের মাধ্যমে ভিত্তি প্রস্তরের কাজ সম্পন্ন করেন।