খোন্দকার আব্দুল্লাহ বাশার।
খুলনা ব্যুরো প্রধান।
যশোর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আশরাফ হোসেন স্যারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার ক সার্কেল জনাব গোলাম রাব্বানী শেখ এবং রিফাত খান রাজীব অফিসার ইনচার্জ চৌগাছা থানার তত্ত্বাবধানে এস আই বজলুর রহমান সংগীয় ফোর্স সাইদুর রহমান গোপন সংবাদ এর ভিত্তিতে ৮ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে চৌগাছা থানার সিংহঝুলি সড়কে একটি অটো হইতে কুমড়ার ভিতর লুকানো অবস্থায় তিনটি কুমড়া থেকে ৭৪বোতল ফেন্সিডিল উদ্ধার করে এবং আসামি রহমান (৫৫)পিতা মৃত খোদা বক্স সাং পিতাম্বর পুর থানা চৌগাছা কে গ্রেফতার করা হয়েছে। মামলা প্রক্রিয়া ধিন।
