সাব্বির হোসেন রকি, বংপুর ব্যুরোঃ 'রাসূলের অপমানে যদি না কাঁদে তোর মন, মুসলিম নয় তুই মুনাফিক রাসূলের দূশমন"পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায় ফ্রান্সের রাজধানী প্যারিসে মহানবী হযরত মোহাম্মদ (সা.) ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে আজ (৩০ অক্টোবর ) রোজ শুক্রবার আসরের নামাজের পর তেতুলিয়া চৌরাস্তা বাজারে ইমাদ আকিদা রক্ষা কমিটি, তেঁতুলিয়া উপজেলার শাখা আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উক্ত মানববন্ধন কর্মসূচি বক্তারা সমাবেশে ক্ষোভ প্রকাশ করে বলেন, রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় ফ্রান্সে মহানবী হযরত মোহাম্মাদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রর্দশন করে যে ধৃষ্টতা দেখিয়েছে তা বিশ্বের দুই শ’ কোটি মুসলমানের হৃদয়ে চরম আঘাত করেছে এবং ক্ষোভের সৃষ্টি হয়েছে। আমরা ওই ঘটনার তীব্র নিন্দা ও ঘৃণা প্রকাশ করছি। এই অসভ্য কর্মকাণ্ড বন্ধ করতে হবে এবং অবিলম্বে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে ক্ষমা চাইতে হবে।এসময় মানববন্ধন কর্মসূচি উপস্থিত ছিলেন, মাওলানা মোঃআঃহান্নান প্রধান উপদেষ্টা ইমান আকিদা রক্ষা কমিটি পঞ্চগড় জেলা শাখা,মাওলানা মোঃমোখলেছুর রহমান, সভাপতি ইমান আকিদা রক্ষা কমিটি, তেতুলিয়া উপজেলা শাখা।আরো উপস্থিত ছিলেন মাওলানা মোঃখাদেমুল ইসলাম, ইমাম, ভজনপুর জামে মসজিদ, জনাব মোঃসোহরাব আলী,সভাপতি,তেঁতুলিয়া প্রেস ক্লাব।বক্তারা আরো দাবী জানান, বাংলাদেশ থেকে ফ্রান্সের সকল পণ্য বয়কট করতে হবে,বাংলাদেশ থেকে ফ্রান্সের দূতাবাস সরিয়ে ফেলতে হবে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
