আব্দুল জব্বার, স্টাফ রিপোর্টার।।দক্ষিণ আফ্রিকার ইস্টার্নকেপ প্রভিন্সে গতকাল শুক্রবার ২০ নভেম্বর মোঃ জিতু নামের এক বাংলাদেশি নির্মমভাবে খুন হয়েছেন, দোকানের মালাউই কর্মচারীর ধারালো অস্ত্রের আঘাতে। (ইন্না---রাজিউন)
বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানটিতে জিতু এবং মালাউই নাগরিক চাকুরী করতেন। গতকাল রাতে দোকান বন্ধের পরে, জিতু রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়লে দোকানে রাত্রি যাপন করা, মালাউই নাগরিক ধারালো অস্ত্র দিয়ে নির্মমভাবে মাথায় আঘাত করে হত্যা করে বাংলাদেশি এই রেমিটেন্স যোদ্ধা কে।
জিতুর দেশের বাড়ি মুন্সিগঞ্জ জেলায়।
জিতু-সহ চলতি বছরে বেশ কিছু বাংলাদেশি মালাউই কর্মচারীর হাতে নির্মমভাবে খুন হয়েছেন। এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকাতে কয়েক শত মালাউই নাগরিক, বাংলাদেশিসহ রাতে দোকানে রাত্রিযাপন করে। হত্যার পাশাপাশি প্রতিনিয়ত চুরি ঘটনাও ঘটছে মালাউই নাগরিকের হাতে। কপোতাক্ষ নিউজ পরিবারের পক্ষ থেকে জিতুর আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।