বেনাপোলে ১৩টি সোনার বারসহ চোরাচালানী আটক


স্টাফ রিপোর্টার   : যশোরের বেনাপোল আমড়াখালী চেকপোষ্ট থেকে ১৩ টি স্বর্ণের বারসহ আশিকুর রহমান নামে এক চোরাকারবারীকে আটক করেছে যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি এর টহল দল। সে ঝিকরগাছা থানার সাদীপুর গ্রামের সৈয়দ আলীর ছেলে।যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি এর লেঃ কর্নেল মোঃ সেলিম রেজা জানান, বৃহস্পতিবার বেনাপোল কোম্পানী সদরের অধীনস্থ আমড়াখালী চেকপোষ্টে কর্মরত সুবেদার শাহীন আলীর নেতৃত্বে একটি বিশেষ চোরাচালান বিরোধী তল-াশী অভিযান পরিচালনা করা হয়। ওই অভিযানে আমড়াখালী চেকপোষ্টের সামনে যশোর থেকে বেনাপোলগামী একটি লোকাল বাসে সন্ধেহভাজন আশিকুর রহম নের দেহ তল-াশী করা হয়। এসময় ভারতে পাচারের উদ্দেশ্যে অভিনব কায়দায় তার কোমরে বেল্টের মাধ্যমে বিশেষ ব্যবস্থায় বাধা ১৩ টি বার উদ্ধার  করা হয়। যার মূল্য ১ কোটি নয় লক্ষ টাকা। এ ঘটনায় মামলা হয়েছে।



সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ