আহসান উল্লাহ বাবলু আশাশুনি সাতক্ষীরা প্রতিনিধি আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবার সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে প্রচারণামূলক জনসচেতনতার লক্ষ্যে একটি এলইডি টিভি প্রদান করা হয়েছে। রবিবার সকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম মোস্তাকিম এর পক্ষে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকারের নিকট উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু ৩২ ইঞ্চি এ এলইডি টিভি হস্তান্তর করেন। এসময় হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ দীপন বিশ্বাস, ডাঃ শাহনূর হোসেন মিল্কি, স্যানিটারী ইন্সপেক্টর জিএম গোলাম মোস্তফা, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার এনামুল হক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক (ভারপ্রাপ্ত) মোক্তারুজ্জামান স্বপন, সুজন হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এর আগে উপজেলা চেয়ারম্যান হাসপাতাল ওয়ার্ডে ১০০ ওয়াটের একটি সোলার প্যানেল এবং ক্যাম্পাসে অন্ধকার দূরীকরণের জন্য দুটি সোলার স্ট্রীট লাইট প্রদান করেছিলেন।