দুধের মাছি লেখক, আবুল খায়ের শিকারী (কুয়েত প্রবাসি)


নই কো কবি ছবির মতো

ভাষার যতন নাই প্রাণে,
এলোমেলো শব্দ বোমায়
আঘাত করি পাষান মনে!

ছন্নছাড়া বন্য যারা
ইতিহাস খায় চিঁবিয়ে,
বিরহী জন বিপ্লবী তাই
অগ্নিবেড়ি দেই দাবিয়ে।

দুধের মাছি উরছে কতো
ঘুরছে মাখন আহরণে,
আপন বলয় রিক্ত করে
নিচ্ছে সবই উলুবনে!

বড় বড় ডিগ্রিধারি
পন্ডিত যতো বেহুদা,
নামাজ-রোজায় পরিপাটি
বর্বরতায় নয় জুদা!

মিশ্রির ছুরি দুর্জনেরা
মধুর কথায় দিচ্ছে ফাঁকি,
ধুরিবাজি রুদ্ধ করি
বজ্র হাতে হীন চালাকি।

চলছে কলম অস্ত্র হয়ে
খুলতে মোখস মাফিয়ার,
ঘাড়ের উপর চেপে বসা
রোবট সেই সুফিয়ার!

নর্দমাতে বসত ওদের
সুগন্ধিতে হয় না কাজ,
নম:নম: করে চলছে
নাক কাটা সব দলবাজ!

মুচলেকাতে আটকানো সব
জাতির জন্য হৃতকর,
দালালেরা দালালিতে
দেশ-দশের নাই খবর!

উদর পিন্ডি বোধর ঘাড়ে
মিডিয়া তাই খুব গরম,
বন্ধু দেশের কু-কর্ম সব
প্রকাশিতে পায় শরম!

প্রতিজ্ঞাতে প্রেমিক হৃদয়
রুখতে সকল হায়না,
শিকার করবে শিকারী জন
দেশমাতার এই বায়না।

কবি'র কবি রবি সম
রাঙা অরুণ জগত ব্যোমে
বুক ফাটা ঐ খা খা রোদে
স্নিগ্ধ ধারা নামাই প্রেমো।
 
 


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ