ডা.এম.এ.মান্নান, টাংগাইল জেলা প্রতিনিধি:নাগরপুরের ঐতিহ্যবাহী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন "একতা সাংস্কৃতিক উন্নয়ন সংস্থার প্রচার সম্পাদক মরহুম মো.আ.আলীমের রুহের মাগফেরাত কামনায় সংস্হাটির উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আজ রবিবার,২২ নভেম্বর ২০২০ খ্রি.একতা সাংস্কৃতিক উন্নয়ন সংস্হার নিজস্ব কার্যালয়ে বেলা ২.০০ টায় মরহুম আ.আলীমের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
একতা সাংস্কৃতিক উন্নয়ন সংস্হা ও জাতীয় মানবাধিকার ইউনিটি নাগরপুর উপজেলা শাখার সুযোগ্য সাধারন সম্পাদক সাংবাদিক মো.তোফাজ্জল হোসেন তুহিনের পরিচালনায় শোক সভা ও দোয়া মাহফিলে উপস্হিতি ছিলেন-নাগরপুর বাজার জামে মসজিদ এর খতিব মাও মো.রফিকুল ইসলাম,পেশ ইমাম মাও.মো.রফিকুল ইসলাম আমিনী,নাগরপুর মহিলা কলেজ এর প্রভাষক মোহাস্মদ আলী আকতার,ডা.মো.আ.ওয়াহাব,নাগরপুর প্রেস ক্লাব এর সাধারন সম্পাদক মো.এরশাদ মিয়া,সাংবাদিক মো.রবিন,ব্যাংকার তারিকুল ইসলাম,ডা.আ.রহমান,সহ সভাপতি মো.নুরুল ইসলাম, আফরোজ,ডা.এম.এ.মান্নান সহ একতা সাংস্কৃতিক উন্নয়ন সংস্হা ও জাতীয় মানবাধিকার ইউনিটি নাগরপুর শাখার বিভিন্ন পর্যায়ের নেত্ববৃন্দ উপস্হিত ছিলেন।