![]() |
আবছার উদ্দীন সোহেল |
সেলিম চৌধুরী ,স্টাফ রিপোর্টারঃ-আসন্ন আগামী পটিয়া পৌর নির্বাচনকে সামনে ঘিরে উদীয়মান যুবনেতা চমক দেখাতে চান, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর পদে মনোনয়ন প্রত্যাশী আবছার উদ্দিন সোহেল। তিনি রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় সহ বিভিন্ন সংগঠনে জড়িত।বিশিষ্ট ব্যবসায়ী ব্যক্তিত্ব স্বনামধন্য পরিবারে সন্তান। কাউন্সিলর পদে মনোনয়ন প্রত্যাশী আবছার উদ্দিন সোহেল বলেন, নবীন-প্রবীণদের সমন্বয়ে উন্নয়ন কমিটির গঠন করেই সকলের সহায়তায় বিভিন্ন উন্নয়ন ৯ নং ওয়ার্ডে উন্নয়নক র্মকার্ন্ডকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন, ৯নং ওয়ার্ডকে একটি আদর্শ মডেল শহর ও সম্পূর্ণ ডিজিটালাইজড শহর গড়ে তুলবো। আমার বড় চ্যালেঞ্জ হচ্ছে, ইয়াবা, মাদক, ইভটিজিং, নারী নির্যাতন, মাদক ব্যাবসা, কিশোর গ্যাং, চুরি, ছিনতাই সহ বিভিন্ন অসামাজিক কার্য্যকলাপের বিরুদ্ধে রুখে দাঁড়ানো সহ বিভিন্ন অপরাধ নির্মূল করা। রাজনৈতিক আন্দোলন সংগ্রামে প্রত্যক্ষ ভাবে আমি জড়িত। আমিি স্বচ্ছ রাজনীতিতে বিশ্বাসী। এলাকার লোকজনের ভালবাসা ও দোয়া চেয়ে এলাকা বাসীর সমর্থন নিয়ে লোকজনের বিপদ-আপদে সামাজিক দায়িত্ব পালন করে আসছি দীর্ঘদিন যাবত। এলাকার নবীন-প্রবীণ সকলের মধ্যমনি ও গরীব, মধ্যবিত্তদের জীবন যাত্রার মান উন্নয়ন পদক্ষেপ ও ৯ নং ওয়ার্ডো সম্পূর্ণ সিসি ক্যামরার আওতায় এনে তা মনিটরিং করা। এলাকায় কোন আঞ্চলিকতা থাকবে না। সকলেই মিলে মিশে কাঁদে কাঁদ মিলিয়ে বিভিন্ন উন্নয়ন কাজ সহ বিভিন্ন উন্নয়ন কর্মকার্ন্ডেকে এগিয়ে নেব। কে হবে আগামী দিনের পৌর ৯নং ওয়ার্ডের কাউন্সিলর দেখার অপেক্ষায় এলাকাবাসী। তবে আমি নির্বাচন করার ঘোষণায় এলাকায় নতুন মেরুকরণ সৃষ্টি হয়েছে। এলাকায় পরিবর্তনের আবাস মিলছে। মানুষ পরিবর্তন ন্যায় বিচার চাই। তবে এলাকার লোকজনের ভালবাসা ও দোয়া চেয়ে এলাকাবাসীর সমর্থন নিয়ে কাউন্সিলর পদে আমি নির্বাচন করে বিজয়ী হলে জনগনের সুখে-দুঃখে সেবক হিসাবে কাজ করব। আবছার উদ্দিন সোহেল সকলের সহযোগিতা দোয়া ও আশীর্বাদ কামনা করেন।