![]() |
| বড়লেখায় সড়ক দুর্ঘটনায় ফয়সল গুরুতর আহত.ভাগনা এমদাদ নিহত |
আকরাম হোসাইন মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখার তরুণ সিলেটের সাংবাদিক ফয়সল আহমদ সাগর মোটরসাইকেল এক্সিডেন্টে গুরুতর আহত হয়ে সিলেট থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়েছে।
ফয়সলের ভাগনা আরিয়ান এমদাদকে ঢাকা নেয়ার পথে গত রাতে মারা গেছেন। গতকাল ৩০ ডিসেম্বর দুপুরে বিয়ানীবাজারের জলঢুপ এলাকায় মোটরসাইকেল-ট্রাক এক্সিডেন্ট করে বড়লেখার ফয়সল আহমদ সাগর ও তার এক ভাগনা এমদাদুলসহ গুরুতর আহত হয়।
উপস্থিত লোকজন তাদেরকে উদ্ধার করে প্রথমে বিয়ানীবাজার হাসপাতালে প্রেরণ করেন। পরে অবস্থার অবনতি হলে সিলেট ওসমানীতে সেখান থেকে ঢাকা প্রেরণ করা হয়।
পথিমধ্যে নরসিংদির কাছাকাছি পৌঁছাতে ফয়সলের ভাগনা এমদাদ ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিয়ুন।
