স্বপ্নের পদ্মা সেতু নিয়ে গুরুত্বপূর্ণ তথ্যঃ
স্বপ্নের পদ্মা সেতু নির্মাণের মূল নায়কঃ--- বাংলার অবিসংবাদিত নেতা সফল রাষ্ট্র নায়ক জননেত্রী শেখ হাসিনা।
##--- ১৯৯৯- সালে প্রাক সম্ভবতা যাচাই শুরু হয়।
##--- ২০০৯- সালে বিস্তারিত সমীক্ষা শুরু করে এশিয়ান উন্নয়ন ব্যাংক-(এ ডি বি)।
##---নির্মান শুরু - ৭ ডিসেম্বর ২০১৪।
##--- মোট দৈর্ঘ্য -৬.১৫ কিঃ মিঃ ( ২০,২০০ফুট)।
##--- মোট প্রস্তঃ ১৮.১০ মিটার।
##--- নকশাঃ এ ই সি ও এম।
##-অফিসিয়াল নামঃ- পদ্মা বহুমুখী সেতু।
####- তদারকিঃ বাংলাদেশ সেতু কতৃপক্ষ।
## মূল ঠিকাদারি প্রতিষ্ঠানঃ চায়না মেজর ব্রিজ কোম্পানি লিঃ ( সি আর ই সি)।
অর্থায়নেঃ গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
আরো পড়ুন: পদ্মা সেতু এখন দৃশ্যমান!
।। আজকে বসানো হবে।।
১২ ও ১৩ নং পিলারের উপর শেষ স্পান।
সংযুক্ত হবেঃ
লৌহজং- মুন্সিগঞ্জে ----- শরিয়তপুর - মাদারীপুর।
স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দ্রষ্টা সর্ব কালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
১৯৭৫- সালে বিয়োগাত্মক ঘটনার পর বঙ্গবন্ধুর বাংলাদেশ কে ষড়যন্ত্রকারীরা পিছনের দিকে নিতে চেয়েছিল।
বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আজকে উন্নয়নকে মহাসড়কে দূরন্ত গতিতে ধাবমান, চালকের আসনে বঙ্গবন্ধু কন্যা সফল রাষ্ট্র নায়ক জননেত্রী শেখ হাসিনা।
