খুলনায় ইট ভাটায় মোবাইল কোর্টের অভিযান




তুহিন রানা (আব্রাহাম) ; খুলনা নগর প্রতিনিধিঃ
সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, খুলনা জনাব মোহাম্মদ হেলাল হোসেন পিএএ মহোদয়ের নির্দেশে এবং বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, খুলনা জনাব মোঃ ইউসুপ আলী মহোদয়ের তত্ত্বাবধানে আজ রূপসা উপজেলায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। রূপসা উপজেলার আঠারোবাকী নদীর ঢাল হতে অবৈধভাবে মাটি কেটে অপসারণের অপরাধে 'বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০' এর সংশ্লিষ্ট ধারার বিধান অনুযায়ী মোট ০৩ (তিন) টি মামলায় EBM ইট ভাটার মালিককে ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা, ABS ইট ভাটার মালিককে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা এবং আজাদ ব্রিকস ইট ভাটার মালিককে ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা মোট ৮,৫০,০০০/- (আট লক্ষ পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্টের অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার, রূপসা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নাসরিন আক্তার। অভিযান দলে আরো ছিলেন জেলা প্রশাসন, খুলনা'র দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রাকিবুল হাসান এবং জনাব দেবাশীষ বসাক।

মোবাইল কোর্টের অভিযানে সহযোগিতা প্রদান করেন রূপসা থানার অফিসার ইনচার্জ, পানি উন্নয়ন বোর্ড এর সদস্যগণ, উপজেলার অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং এপিবিএন সদস্যগণ।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ