বগুড়া ডিবির একটি টিম ১৯ ডিসেম্বর বেলা ৩.৪৫ মিনিটে বগুড়া শহরের পুরান বগুড়া আযিযুল হক কলেজের কমার্স ভবনের পশ্চিমের মেইন গেট সংলগ্ন ওয়াপদা হইতে শেরে বাংলা হল গামী হিয়ারিং রাস্তা থেকে ১০০ পিচ ইয়াবাসহ স্বপন প্রামাণিককে (২৪) গ্রেফতার করে।
ডিবি বগুড়া অপর একটি টিম ১৮ ডিসেম্বর বগুড়া সদর থানাধীন চকসূত্রাপুর জহুরুল নগর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাটারি চালিত অটো ভ্যানে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
ডিবি বগুড়ার তৃতীয় একটি টিম ১৯ ডিসেম্বর বেলা ২.১০ মিনিটে বগুড়া সদর থানাধীন জলেশ্বরীতলা খাজাপাড়া মহল্লাস্থ জেলা পরিষদ গেট সংলগ্ন ভিআইপি সেলুনের সামনে থেকে ১০ বোতল ফেনসিডিলসহ আলোকে (৪৩) গ্রেফতার করে।
এ বিষয়ে অফিসার ইনচার্জ ডিবি আব্দুর রাজ্জাক জানান, গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে বগুড়া সদর থানায় নিয়মিত মামলা রুজু করে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
