মোঃএরশাদ হোসেন রনি, মোংলাঃ মোংলায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ৩০শে ডিসেম্বর গনতন্ত্রের বিজয় দিবস পালন করেছে মোংলা উপজেলা ও পৌর আওয়ামীলীগ। দিবসটি উপলক্ষে বুধবার সকালে স্হানীয় আওয়ামীলীগ কার্যালয় দিয়ে এক আনন্দ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন এলাকা ঘুরে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। মিছিল শেষে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার আলোচনা
আলোচনা সভায় বক্তরা বলেন বি এন পি জামায়াত জোট সরকার দেশকে যখন অস্থিতিশীল রাষ্ট্রে পরিনত করতে চেয়েছিলো।তারা আগুন সন্ত্রাস, পেট্রোল বোমা দিয়ে সাধারণ মানুষকে হত্যা করেছিলো। তারা চেয়েছিলো সোনার বাংলাকে জঙ্গি রাষ্ট্রে পরিনত করতে।আজকের এই দিনেই সেই দূর্বিষহ অবস্থা থেকে রক্ষা করে দেশেকে গনতন্ত্র ফিরিয়ে দিয়েছিলো বাংলাদেশ আওয়ামীলীগ ।
সভায় উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোল্যা আব্দুর রউফ, আওয়ামীলীগের সভাপতি ও মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শেখ আবদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুনিল কুমার বিশ্বাস,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইব্রাহিম হোসেন, সাবেক পৌর চেয়ারম্যান শেখ আঃ সালাম,পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক কামরুজামান জসিম, উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন,ইউপি চেয়ারম্যান ইসরাফিল হাওলাদার,মোল্লা তারিকুল ইসলাম,গাজী আকবর হোসেন,কবির হোসেন সহ ছাত্রলীগ, যুবলীগ সহ অন্যান সংগঠনের নেতা-কর্মীরা।