নড়াইলে উদ্বোধন হল বিজয় দিবস বঙ্গবন্ধু t-20 ক্রিকেট টুর্নামেন্ট

মো: আজিজুর বিশ্বাস ষ্টাফ রিপোর্টার নড়াইলঃ মঙ্গলবার ২৯ ডিসেম্বর সন্ধ্যা ৬.০০ টায় নড়াইল সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে 
 
প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত থেকে মূল্যবান বক্তব্য রেখেছেন উদ্বোধন করেন জনাব ওবায়দুল কাদের এমপি মাননীয় মন্ত্রী, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ। এ সময় অনলাইনে শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্রিকেটার মোহাম্মদ মাহমুদউল্লাহ।
 
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম বার, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট সুভাষ চন্দ্র বোস, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান সিকদার আবদুল হান্নান রুনু, জনাব আশিকুর রহমান মিকু 
সাধারণ সম্পাদক, নড়াইল জেলা ক্রীড়া সংস্থা,গোলাম মর্তুজা স্বপন প্রমুখ।

এ ছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামীলীগের মনোনীত মেয়র প্রার্থী আনজুমান আরা,নিরাপদ সড়ক ও রেলপথ বাস্তবায়ন পরিষদ নিসরাপ এর চেয়ারম্যান বিষিষ্ট সংগঠক সৈয়দ খায়রুল আলম, মহিলা ভাইস চেয়ারম্যান ইসমাত আরা, মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা রহমান কবিতা, জেলা পরিষদের সদস্য এ্যাডভোকেট লিলি,লোহাগড়া পৌর মেয়র মো আশরাফুল আলম সহ জেলা উপজেলার নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

সার্বিক ব্যবস্থাপনায়ঃ মাশরাফী বিন মোর্ত্তজা, সংসদ সদস্য,৯৪,নড়াইল-২।

ক্রীড়া-সংস্কৃতি-মুক্তিযুদ্ধের উর্বর ভূমি নড়াইল জেলার তরুণদের মাদকাসক্তি'সহ নানাবিধ সামাজিক ব্যাধি থেকে দূরে রাখতে ও তরুণদের মাধ্যমে সমৃদ্ধির পথে এগিয়ে গিয়ে একটি সুস্থ-সুন্দর আগামী বিনির্মানের প্রত্যাশায় এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করার জন্য বিশেষ ধন্যবাদ জানায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক কিংবদন্তি  অধিনায়ক,ক্রিকেটকে যিনি বিশ্ব দরবারে অনন্য উচ্চতায় পৌছে দিয়েছেন নড়াইল ০২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মাশরাফি বীন মর্তুজা এমপি।
 
বিজয়ের মাসে বঙ্গবন্ধু'র নামে এমন ব্যতিক্রমী আয়োজন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতি নড়াইলের মানুষের স্মারক।
 
বিজয় দিবস বঙ্গবন্ধু T-20 ক্রিকেট টুর্নামেন্ট -২০২০ এর সফলতা কামনা করে হাজার হাজার মানুষ এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ