নতুন বছরের আগমনের দিন গুনছি আমরা প্রত্যেকে। কারণ ২০২০ আমাদের থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে। মহামারী করোনার মধ্য দিয়েই ২০২০ সাল পেরিয়ে ২০২১ সাল চলে এলো। ২০২০ সালে আমাদেরকে অনেক কিছু শিখিয়ে গিয়েছে।
সময় এসেছে এবার নতুন করে জেগে ওঠার। এবং পেছনের সকল দুঃখ বেদনা ভুলে ২০২১ সাল কে সাজিয়ে তোলার।
২০২০'কে বিদায় জানিয়ে আমরা পা রাখবো ২০২১ সালে। সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করার অপেক্ষায়।
এবং আমাদের মধ্যে থেকে এক বছর কেটে গেল এবং একটি নতুন বছর শুরু হলো। ভালবাসা, আনন্দ, শান্তির ও উল্লাসের সাথে আগত বছরকে স্বাগতম জানাই।
২০২১ সাল আসুক নিয়ে নব নব আশা,
পৃথিবীজুড়ে ছড়িয়ে যাক শুধুই ভালোবাসা।
মারামারি ভেদাভেদ যাই সবকিছু ভুলি,
চলো সবাই একসাথে মিলেমিশে চলি।
এই আশা করি আপনাদের সামনে একটি সত্যিই অসাধারণ এবং আনন্দের বছর রয়েছে। আপনাদের কে নতুন বছরের শুভকামনা ও শুভেচ্ছা জানাই ।।
. আকরাম হোসাইন
'ব্যবস্থাপনা সম্পাদক-দৈনিক খবরের ডাকঘর পত্রিকা'
'মৌলভীবাজার জেলা প্রতিনিধি-দৈনিক কপোতাক্ষ নিউজ পত্রিকা'-'প্রতিনিধি-দৈনিক ইতি কথা পত্রিকা'
