পুলিশ বাহিনী কে আন্তরিক হয়ে কাজ করার আহবান জানালেন …এমপি হেলাল

রাজশাহী ব্যুরো: নওগাঁর আত্রাইয়ে আত্রাই থানা পুলিশের আয়োজনে গতকাল সকাল ১১ টায় আত্রাই থানা পুলিশের পক্ষ থেকে
 নওগাঁ-০৬আত্রাই-রাণীনগর এর স্থানীয় সংসদ সদস্য ও শ্রম ও কর্মসংস্থান সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল এমপি কে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা সহ অভিনন্দন জানিয়েন আত্রাই থানা পুলিশ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল এমপি।
তিনি বলেন-পুলিশ বাহিনী কে পেশাগত দায়িত্ব পালনে আন্তরিক হয়ে কাজ করার আহবান জানালেন এমপি হেলাল। এবং গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করার মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠায় দেশের মানুষের জীবনের শান্তি, নিরাপত্তা  নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন-প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সরকার পুলিশ বাহিনী কে আধুনিকায়ন করেছে।
এ সময় উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ এবাদুর রহমান এবাদ,
আত্রাই থানার নবাগত ওসি মোঃ আবুল কালাম আজাদ, ওসি তদন্ত মোঃ মোজাম্মেল হক,আত্রাই উপজেলা পরিষদের ভাইস- চেয়ারম্যান ও আত্রাই উপজেলা আওয়ামী যুবলীগ লীগের সভাপতি শেখ মোঃ হাফিজুল ইসলাম,রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন জয় প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ