বড়লেখায় পাকশাইল গ্রেট ভিশন এসোসিয়েশন এর ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন

আকরাম হোসাইন মৌলভীবাজার জেলা প্রতিনিধি :: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুপরিচিত সামাজিক উন্নয়নমূলক সংস্থা পাকশাইল গ্রেট ভিশন এসোসিয়েশন এর  উদ্যোগে ২০২১ সালের ক্যলেন্ডারের মোড়ক উন্মোচন সম্পন্ন হয়েছে।

গ্রেট ভিশন এসোসিয়েশন এর সেক্রেটারি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এসোসিয়েশন সহ সাধারণ সম্পাদক হাফিজুর রহমান এর পরিচালনায় এবং সহ অফিস সম্পাদক আবুল কালাম কিবরিয়ার কোরআন তেলাওয়াত এর মাধ্যমে অনুষ্টান শুরু হয়।

অনুষ্টানে বিগত দিনের কার্যক্রম এবং সামনের অগ্রযাত্রার পরিকল্পনা তুলে ধরে  বক্তব্য রাখেন সংস্থার সহ সভাপতি ইমন আহমদ। তাছাড়াও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন সংস্থার প্রবাসী শুভাকাঙ্ক্ষী নুরুল হাসান,উপদেষ্টা মাওঃমুজিবুর রহমান,উপদেষ্টা ডাঃনোমান উদ্দীন,উপদেষ্টা ফয়ছল আহমদ প্রমুখ ।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে সংস্থার  উপদেষ্টা জনাব আব্দুল্লাহ আল মাহফুজ সুমন সংস্থার অগ্রযাত্রায় সবাইকে ঐক্যবদ্ধভাবে  কাজ করার  আহব্বান জানিয়ে নতুন বছরের-ক্যালেন্ডারের-মোড়ক উন্মোচন  করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:-

জাহাঙ্গীর আলম (সাধারণ সম্পাদক)
কবির আহমদ (ক্রিড়া সম্পাদক)
আবজল হোসেন (সহ সাংগঠনিক সম্পাদক)
কাউসার আহমদ (ধর্ম বিষয়ক সম্পাদক)
আলী  হোসেন(সহ ক্রীড়া সম্পাদক)
মাজহারুল হক( সহ অর্থ সম্পাদক)
ফেরদৌস আহমদ রিয়াদ (সহ অফিস সম্পাদক)
এ বি এম আসিফ(সহ পাঠাগার সম্পাদক)
জিয়াদ বিন মাসুদ আরিফ(সহ ছাত্র কল্যাণ সম্পাদক)
জাবির আহমদ(সহ সাহিত্য সম্পাদক)
নাহিদ আহমদ(পাঠাগার সম্পাদক)
মাজেদ আহমদ(সহ প্রকাশনা বিষয়ক সম্পাদক)।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ