চৌগাছা(যশোর)প্রতিনিধিঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নিজ হাতে গড়া বঙ্গবন্ধুর আদর্শের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এর ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিলো ৪ঠা জানুয়ারি ২০২১।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্রদের সুশৃঙ্খল ভাবে পরিচালনার মাধ্যমে সকল গণতান্ত্রিক এবং নায্য আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দেওয়া এবং মানবিক সংকটে উদ্ধারকর্তার ভূমিকায় পরিচালনার উদ্দেশ্য ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিলেন।
বঙ্গবন্ধুর আদর্শের কর্মীরা বঙ্গবন্ধুর স্বপ্ন পুরনে এবং মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার হাত কে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছে।
চৌগাছা উপজেলা ছাত্রলীগের একজন ক্ষুদ্র কর্মী মাইনুর রহমান জিম। করোনাভাইরাস সংক্রামণ রোধে মাস্কের ব্যবহার করা বাধ্যতামূলক করেছে সরকার কিন্তু অনেকেই মাস্ক ব্যবহার করছেন না। সে কারনে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাস্তার খরচ থেকে টাকা সঞ্চয় করে মাস্ক ক্রয় করে চৌগাছা বাজারের বিভিন্ন স্থানে বিতরণ করেছেন এবং করোনাভাইরাস সংক্রামণ প্রতিরোধে করনীয় সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করতে কাজ করছেন।
ছাত্রলীগ কর্মী মাইনুর রহমান জিম এর উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।