। অপরদিকে সড়ক জনপদ অফিস, সংশ্লিষ্টদের অভিযোগ অস্বীকার করে জানান অবৈধ দখলকারিদের ইতিপুর্বে তাদের স্থাপনা ভেঙ্গে নেয়ার জন্য মাইকিং করা সহ নোটিশ প্রদান করা হয়েছিল কিন্ত অবৈধ বসবাসকারিরা তাঁদের স্থাপনা অপসারন না করায় অবশেষে এই পদক্ষেপ নেয়া হয়েছে। এই উচ্ছেদ অভিযান আরও একদিন চলবে বলে সউজ বিভাগ সূত্রে জানা গেছে।
কাজিপুরে দুইশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
মাসুদ রানা সিরাজগঞ্জ জেলাপ্রতিনিধিঃ মঙ্গলবার ১৯ জানুয়ারি মঙ্গলবার কাজিপুরের সিমান্তবাজার এলাকার স্থানীয় লোকজনের দখলে রাখা প্রায় দুইশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে । সিরাজগঞ্জ জেলা সউজ অফিস সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জ -কাজিপুর রাস্তা সম্প্রসারনের কাজ শুরু হবে। ইতিমধ্যে রাস্তার উভয় পাশ্বে সওজ কর্তৃক অধিগ্রহণকৃত বেশকিছু জায়গা স্থানীয়রা দখলে নিয়ে অবৈধ স্থাপনা করে বসে। এতে রাস্তা সম্প্রসারণ সহ সরকারি জমি উদ্ধারের জন্যই এই উচ্ছেদ অভিযান চলছে। এবিষয়ে অনেক ভুক্তভোগি অভিযোগ করে বলেন আমাদের মালামাল সরানোর সূযোগ দেয়া হয়নি