সেলিম চৌধুরী স্টাফ রিপোর্টারঃ-চতুর্থ ধাপের তফসিল অনুযায়ী চট্রগ্রামের পটিযায় পৌর নির্বাচন আগামী ১৪ ফেব্রুয়ারী। মনোনয়ন পএ প্রত্যাহার ২৬ জানুয়ারি।পটিয়া পৌরসভার ভোট হবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমের) মাধ্যমে ১৪ ফেব্রুয়ারী সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহন চলবে পটিয়া উপজেলা নির্বাচন সহকারী রিটার্নিংঅফিসার আরাফাত আল হোসাইনী জানান। তফসিল ঘোষনার পরেই আ" লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও ইসলামী ফ্রন্টের মেয়রের পাশাপাশি সংরক্ষিত কাউন্সিলর ও সাধারন কাউন্সিলর প্রার্থীর নেতাদের মাঠে- ময়দানে, পাড়া - মহল্লা, অলি - গলি, সহ বিভিন্ন এলাকায় নির্বাচনী ভোটের লড়াই ও নির্বাচনী ভোটের হাওয়ায় ভাসছে পটিয়া পৌর এলাকাবাসী। দক্ষ,পরিশ্রমী,বিনয়,কর্মঠ,পরিচ্ছন্ন,শিক্ষা ও মন মানসিকতার দিক দিয়ে অনেক বড় মাপের,,অথচ ছোট - খাটো ছিমচাম শরীর।তৃণমূল থেকে গড়ে উটা,আ'লীগ নেতা, বিশিষ্ঠ মানবতার সেবক লড়াই সংগ্রামের মধ্য দিয়ে,এলাকাবাসীর আর্শীষবাদে পৌর নির্বাচনের জন্য ব্যাপক প্রস্ততি নিয়েছেন পটিয়া পৌর আওয়ামী লীগের সহ সভাপতি, সাবেক ছাএনেতা ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মুহাম্মদ গোফরান রানা। ব্যাতিক্রম ধর্মীয় ধারার আলোকে বিগত ৫ বছর তিনি নির্ষ্ঠা ও সততায় কর্মদক্ষতার মধ্য দিয়ে গুরুদায়িত্ব পালন করেছেন। পাাশাপাশি ৪ নংং ওয়ার্ড মডেল ওয়ার্ড গড়ে তুলতে তিিন রাতদিন পরিশ্রম করে চলেছেন। জনগণের সাধারণ সেবা নিশ্চিত করতে তিনি সফল হয়েছেন বলে
অভিমত প্রকাশ এলাকাবাসীর।৪ নং ওয়ার্ড মডেল শহর গড়ে তুলার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে প্রায় এলাকাকে মডেল শহর গড়ে তুলেছেন। এতে রাস্তা - ঘাঠ, কালভাট, ব্রীজ, ড্রেন, নালা, বিদ্যুৎ,সৌর বিদ্যুৎ ও ওয়াশার বিশুদ্ধ পানি সরবরাহ সহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে তার কর্মদক্ষতার ভুমিকা অভ্যাহত রয়েছে। তার কর্মকান্ডে শহশ্র ভাগ সৎ, ন্যায়, নিষ্ঠতায় কর্তব্য পালন সময়ে শতভাগ সফল জনপ্রিয় জনপ্রতিনিধি গোফরান রানা।একাধিক পুরস্কারে ভূষিত হন। তিনি ৪ নং ওয়ার্ডের গরিব দুস্হ, অসহায় লোকজনের পাশে থেকে নিরলস কাজ চালিয়ে যাচ্ছে। করোনা সহ নানান উন্নয়ন ও সহায়তায় বতমানেও অব্যাহত রয়েছে। তার মানবিকতা লোকজনের মুখে সৎ ও ন্যায়ের প্রতীক। জন সচেতনতা মূলক কার্যক্রম সাফল্যের সাথে দায়িত্ব পালন করেছে। গোফরান রানা বলছে,আমার নেতা জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী সহায়তায় আমি শতভাগ স্বচ্ছতা জবাব দিহিতার মাধ্যমে সরকারের বহুমুখী উন্নয়ন কর্মকান্ডকে এগিয়ে নিয়েছি। সরকারের বরাদ্দকৃত টাকা বা সম্পদ দুস্থদের মাঝে বিতরণ নিশ্চিত করেছি।এলাকা বাসীর নানান জটিল সমাস্য,পৌরসভা সহ বিভিন্ন বিষয়ে মিটিংয়ে ২৪ ঘন্টা সময পার করছি ও বিভিন্ন সেবা মুলক কাজে নিশ্চিত করেছি। পটিয়া পৌর ৪ নং ওয়ার্ডে সর্বস্তরের জনগণে দোয়া আশীর্বাদ কামনা করে আগামী ১৪ ফেব্রুয়ারী নির্বাচনে গোফরান রানা'কে ভোট দিয়ে বিজয়ী করার জন্য সকলের সহযোগিতা দোয়া ও আশীর্বাদ কামনা করেন।