নগরকান্দায় বাল্য বিয়ে থেকে রক্ষা পেল এসএসসি এক পরীক্ষার্থী

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দায় ইউএনওর হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেলো ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থী। 
 উপজেলার রামনগর ইউনিয়নের গোপালপুর গ্রামের আবুল কালাম মোল্যার কন্যা ও কৃষ্ণারডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী কানিজ ফাতিমার সাথে একই বিদ্যালয়ের শিক্ষক সাজ্জাদ মীরের বিবাহের প্রস্তুতি চলছিল। শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেতী প্রু উপস্থিত হয়ে বাল্য বিয়ে বন্ধ করেন। এসময় কনের বাড়ীতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বর সাজ্জাদ মীরকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এছাড়া কনের বাবা আবুল কালাম মোল্যাকে ১০ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করা হয়। সাজ্জাদ মীর উপজেলার কাইচাইল ইউনিয়নের কাইচাইল গ্রামের রাসেদ মীরের পুত্র

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ