স্বপ্নের ঠিকানা ফাউন্ডশনের উদ্যেগে ২০০ টি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতারন

মোঃইয়ামিন সরকার আকাশ,কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে কয়েক দফা বন্যার পরে শুরু হয়েছে প্রচন্ড শীত।তার মাঝে তো আছে মহামারী করোনা ভাইরাসের প্রভাব।সব কিছু উপর তমকে গিয়েছি অসহায় মানুষদের জীবন ধারা।কয়েক সপ্তাহ থেকে শীতের প্রভাব বেড়েই চলতেছে।
এই শীতার্ত মানুষের কিছুটা কষ্ট দৃর করার জন্য রাজারহাট থানার  উমরমজিদ ইউনিয়নের  
"স্বপ্নের ঠিকানা ফাউন্ডশনের"উদ্যেগে
সংগঠনটি  ২০০ টি হত-দরিদ্র পরিবারকে শীতবস্ত্র বিতরন করেন।তাছাড়া  সংগঠনটি নানা ধরনের সেবামৃলক কাজ করে থাকেন।
আল্লাহর ইচ্ছায় প্রকৃতির অমোঘ নিয়মে ঋতুর পালাবদল ঘটে।কনকনে হিমেল হাওয়া ও তীব্র শৈত্য প্রবাহ উত্তরাঞ্চলের বিশেষ করে কুড়িগ্রাম অঞ্চলে বিরুপ প্রভাব ফেলে এবং মানুষের অসহায়ত্বকে প্রকট করে তোলে।
সেই অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব "মানুষ মানুষের জন্য।দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। " শীতবস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়,তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো উচিত।

"বিবেকবোধ থেকে আমাদের সহানুভূতিগুলো জেগে উঠুক অসহায় শীতার্ত মানুষের পাশে উষ্ণ ভালোবাসা অটুট থাকুক। " এটাই সংগঠনটির মুল উদ্যেশ্য।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ