সেলিম চৌধুরী স্টাফ রিপোর্টারঃ
চট্টগ্রামের পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নে ১ জানুয়ারি নাইখাইন বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মাঝে পটিয়া পৌরসভা মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা আওয়ামী যুবলীগের সহ দপ্তর সম্পাদক বিশিষ্ট ব্যাবসায়ী ও আসন্ন জঙ্গলখাইন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ দিদারুল আলম ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।এসময় তার সাথে উপস্থিত ছিলেন দৈনিক জনতা ও দৈনিক ইনফো বাংলা'র সাংবাদিক সেলিম চৌধুরী
স্থানীয় ইউপি মেম্বার মোঃ রানা, সমাজ সেবক মোঃ জাহাঙ্গীর আলম ও ডাবলু বড়ুয়া, এয়ার মোহাম্মদ বাবর, মোজাম্মেল হক আরোও অনেক উপস্থিত ছিলেন। ক্রীড়া সামগ্রী বিতরণকালে দিদারুল আলম বলেন,
খেলাধুলা যুব সমাজকে মাদক মুক্ত করতে সহায়তা করে। তথ্য প্রযুক্তির ব্যবহারে তরুণরা স্মার্ট ফোনে ঘরে বসে বিভিন্নভাবে সময় পার করছে। কিন্তু শারিরীক ব্যায়াম ও মাদকমুক্তে খেলাধুলার বিকল্প নেই। সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে লেখা পড়া এর পরে খেলাধুলা তিনি আরোও বলেন,আমাদের দেশ উৎপাদনশীল দেশ। কিন্তু আমরা উৎপাদনমুখী নই। আমরা অন্যের তৈরি করা জিনিস বিক্রি করে দ্রুত ইনকাম করতে পছন্দ করি। একটা দেশের উন্নয়ন খুব দ্রুত হয় যখন সে দেশের মানুষ উৎপাদনমুখী হয়।যে বিষয়টিতে কোন ছাড় দেওয়া যাবে না একেবারেই, সেটা হলো আত্মবিশ্বাস। কেউই স্বয়ংসম্পূর্ণ নয়। সবার মাঝেই কোন না কোন ক্ষেত্রে কমতি থাকে। কিন্তু তার জন্য আত্মবিশ্বাস হারানো চলবে না। নিজের বিশ্বাস, দক্ষতা, সামর্থ্য, গুণাবলী ও নিজের বিচার-বুদ্ধির উপর যথেষ্ট বিশ্বাস রাখার মাধ্যমে আত্মবিশ্বাসের সুচনায় এগিয়ে চলতে হবে।