মোঃআকাশ সরকার,কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের মুক্তাঞ্চল খ্যাত রৌমারীতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের বিশেষ অভিযানে ২টি গাঁজার গাছ উদ্ধার করা হয়েছে। এসময় আটক করা হয় গাছের মালিক মোঃ আঃ রাজ্জাক (৫২), পিতা - মৃত ছোরমান আলী, গ্রাম - মধ্য খেদাইমারী, থানা – রৌমারী কে। যাহার প্রত্যেকটি আনুমানিক ০৭ ( সাত) ফিট করে লম্বা এবং ডালপালা ও কাঁচা অবস্থায় ওজন অনুমান ১০( দশ) কেজি। মামলা রুজু, আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ফুলবাড়ী থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে গতকাল বিকালে ধরলা চেকপোস্টে চেকিং কালে মিয়াত রাব্বি (২০) নামক এক মাদক ব্যবসায়ীকে ০৫ কেজি ৫০০গ্রাম গাঁজা সহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
ফুলবাড়ী থানা পুলিশের অপর এক অভিযানে উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের মিয়াপাড়া গ্রামে দুইজন মাদক ব্যবসায়ী মোঃ রেজাউল ও মোঃ হাসান কে ৫০ পিস ইয়াবা ও তাদের ব্যবহৃত একটা মোটরসাইকেল সহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
পুলিশ সুপার কুড়িগ্রামের নির্দেশে সমগ্র জেলায় মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।