রাষ্ট্রভাষা বাংলার অধিকার আদায়ে ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারির মতো আরেকটা মিছিল হোক।
বাংলাদেশের ঘরে ঘরে ইংরেজি ভাষা চর্চা হচ্ছে বাংলা ভাষা কে পিছনে ফেলে।
বইয়ের পাতায় খুঁজে পাই ভাষা-বাঙালির মনে টুগে গেছে ইংরেজি ভাষা।
আজ খুব দুঃখ হয় আমরা আমাদের মায়ের ভাষা বাংলা কে শ্রদ্ধা করতে পারিনা।
আমাদের কথায় থাকার ছিল বাংলা-তা না করে কথায় থাকছে ইংলিশ।
'-ঘর থেকে অফিস-সব খানেই ইংলিশ-'
২১শে ফেব্রুয়ারি আসলেই ভাষায় প্রতি ভালোবাসা দেখানোর কিছুই নেই।
যারা প্রতিমূহুর্তে ভাষাকে লালন করে.তাদের জন্য এই দিনটি শুধু সিমা বন্ধ নয়।প্রতিটি দিনই তাদের জন্য ভাষা দিবস।আমাদের কথা কলমে-বইয়ে থাকবে বাংলা ভাষা।মায়ের ভাষা স্বদেশ পেলে খুলেই দেখো বইয়ের পাতা।যুগ যুগ ধরে ভাষা শহীদরা রয়ে যাবে আমাদের মনে।বেঁচে থাকুক ভাষা শহীদরা আমাদের অন্তরে।
বাংলায় কথা বলি, বাংলাকে সমৃদ্ধ করি।যে ভাষার ভালোবাসায় বুকের তাজা রক্তের দাগ লেগে আছে।
সেই ভাষাকে সম্মান করি।বাংলা ভাষা তা হোক আঞ্চলিক বা প্রমিত। বাঙালির পরিচয় বাংলায়। বাঙালির অহংকার বাংলা।
আজ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদের প্রতি গভীর শ্রদ্ধা ও স্মরণ করছি। এবং শহীদদের রুহে আত্মার মাগফিরাত কামনা করছি।
মাতৃভাষা দিবসে শহীদ স্মরণে:-
আকরাম হোসাইন
'ব্যবস্থাপনা সম্পাদক-দৈনিক খবরের ডাকঘর'
'মৌলভীবাজার জেলা প্রতিনিধি-দৈনিক কপোতাক্ষ নিউজ'
'মৌলভীবাজার জেলা প্রতিনিধি-দৈনিক ইতি কথা'
'প্রতিনিধি দৈনিক রবিনিউজ.কম'