আকরাম হোসাইন মৌলভীবাজার জেলা প্রতিনিধি :: মহান রবের অশেষ কৃপায় সম্পন্ন হয়েছে "আল-ইখওয়ান ইসলামি সমাজকল্যাণ সংস্থা " নয়ামাটি এর ৪র্থ বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল ও মোনাজারা সভা। এলাকার তাওহীদি জনতা ও প্রবাসী ভাইদের আন্তরিকতা, দোয়া ও ভালোবাসার কারনেই মাহফিলকে সুন্দর ভাবে সম্পন্ন করতে পেরেছি। তাই আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ।
মাহফিলকে সম্পন্ন করতে গিয়ে যাদের আন্তরিকতা বিশেষ ভুমিকা রেখেছে।
১।জনাব আহমদ আলী সাহেব। সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী।
২।আলি আহমদ। সাধারণ সম্পাদক ঃগোয়াইনঘাট প্রবাসী ঐক্য পরিষদ।
৩।কামরুল ইসলাম। সভাপতি ঃপ্রবাসী কল্যাণ সমিতি বাগেরসড়ক।
৪।ইলিয়াস আহমদ। সাধারণ সম্পাদক ঃপ্রবাসী কল্যাণ সমিতি বাগেরসড়ক।
৫। বশির আহমদ। অর্থ সম্পাদকঃপ্রবাসী কল্যাণ সমিতি বাগেরসড়ক।
৬।হাঃশাহিন আহমদ। প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ঃপ্রবাসী কল্যাণ সমিতি বাগেরসড়ক।
৭।ফখরুল ইসলাম।প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ঃপ্রবাসী কল্যাণ সমিতি বাগেরসড়ক।
৮। ফয়জুল ইসলাম। (সাবেক সভাপতি -আল-ইখওয়ান ইসলামী সমাজকল্যাণ সংস্থা।
৯।সুলেমান আহমদ। সদস্য প্রবাসী কল্যাণ সমিতি বাগেরসড়ক।
১০।সালমান আহমদ।সদস্য প্রবাসী কল্যাণ সমিতি বাগেরসড়ক।
১১।বাহার উদ্দিন। সদস্য প্রবাসী কল্যাণ সমিতি বাগেরসড়ক।
১২।কয়ছর আহমদ। সদস্য প্রবাসী কল্যাণ সমিতি বাগেরসড়ক।
১৩।তাজুল ইসলাম। সদস্য প্রবাসী কল্যাণ সমিতি বাগেরসড়ক।
১৪।তাসমিন আহমদ। সদস্য প্রবাসী কল্যাণ সমিতি বাগেরসড়ক।
১৫।তাজুল ইসলাম।(নয়াবাড়ি) সদস্য প্রবাসী কল্যাণ সমিতি বাগেরসড়ক।
১৬।কয়ছর আহমদ। (নয়াবাড়ি) সদস্য প্রবাসী কল্যাণ সমিতি বাগেরসড়ক।
১৭।মাওলানা তাজুল ইসলাম।সদস্য প্রবাসী কল্যাণ সমিতি বাগেরসড়ক।
১৮।এমরান আহমদ। সদস্য প্রবাসী কল্যাণ সমিতি বাগেরসড়ক।
দোয়া করি মহান আল্লাহ যেন আপনাদের দানকে কবুল করেন।আপনাদের প্রবাস জীবন যেন সুখ -শান্তি ও আনন্দঘন হয়।আমিন।