মধ্যবিত্তের গল্প সরোয়ার জাহান

মধ্যবিত্ত কাকে বলে 
বোলবো আজি প্রাণ খুলে
শুনেছি আমি কয়লার গায়ের
ময়লা যায়না ধুলে,,

মধ্যবিত্তরা তেমন মানুষ 
বুকে  থাকে আহাকার
সুখের স্বপ্ন দেখে অনেক
পথে হুছোট খাই বার বার,,

মধ্যবিত্ত রা স্বপ্ন দেখায় 
স্বপ্ন সাজায় না
হাজার ক্রোশ পাড়ী দিলেও
রাস্তা যে পাই না,,

নুন আনতে পান্তা ফুরাই
অতি দুঃখের সংসার
জীবন সাজাতে কারো কাছে
বলেনা কিছু দরকার,,,

নাক লজ্জার ভয়টা পেয়ে
না খেয়ে তারা থাকে
মধ্যবিত্ত ছেলে মেয়েরা
শুধু মিথ্যা স্বপ্ন আকে,,,

পারেনা বাচতে পারেনা মরতে
লোকে ভাবে ভাল আছে
মধ্যবিত্তরা মানুষ হয়না 
অভাব সর্বদা থাকে পাশে,,,

সরকারী চাকরি পাবে কিভাবে
লাগবে টাকার বস্তা
মধ্যবিত্ত রা এমনিতে এই সমাজে
হয়যে অনেক সস্তা,,,

জমি জুমা শুধুই থাকে 
নগদ থাকেনা টাকা
সন্ধা কালে বাজারে গিয়ে
দেখে তারা বাজার ফাকা,,

ভাঙ্গা বাজারে কি কিনতে আর
আধা পঁচা মাছ ছাড়া
মধ্যবিত্তরা এমনি চলে 
কষ্ট পাবে জানে যারা,,,

বধ্যবিত্তের মনের জ্বালা 
কেউ দেখতে পাইনা
মধ্যবিত্তরা বাপের কাছে
করেনা হাজার বায়না,,,

মোটর সাইকেলের সখ থাকলেও
বাপের বলতে পারেনা
হাজার সখের দেই যে কবর
এরা ছাড়া কেউ জানেনা,,

গরীব ধনী সকলের আশা 
ভাল ভাবে মেটে
আর মধ্যবিত্তের ভাবতে ভাবতে
সব চলে যায় পেটে,,

সংসার চলে জমির বলে
কষ্ট তবুও থাকে
এ পাত্রের জিনিস ও পাত্রেতে
শুধু সাজায়ে রাখে,,,

ভাল থেকো অনেক ভাল
বুকে স্বপ্ন একে
মাবুদ হয়তো বা সব দিবে যে
এমন কষ্ট দেখে,,।।।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ