সাধারণ জ্ঞান পর্ব-২

১.বাংলাদেশে প্রথম করোনা আক্রান্ত রোগীর খবর পাওয়া যায়?  -৮ মার্চ
২.বাংলাদেশে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করা হয় কোন সালে? - ২০২০
৩.সিলেটের কোন কলেজের ছাত্রাবাসের ছাত্রী ধর্ষণের ঘটনায় দেশব্যাপী আলোচিত হয়? - সিলেটের এমসি কলেজ
৪. কোন শব্দ থেকে যশোর শব্দের উৎপত্তি? -জসর
৫.সাবেক সেনা কর্মকর্তা মেজর সিনহা মো. রাশেদ খান কত তারিখে নিহত হন?-৩১শে জুলাই 
৬. সিনহা কোথায় নিহত হন? - কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত হন
৭. এ-ই ঘটনায় কাকে প্রধান আসামী করে চার্জশীট দেওয়া হয়- কক্সবাজারের টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাসকে
৮. ধর্ম অবমাননার অভিযোগে পিটিয়ে হত্যা করা হয় কাকে? -লালমনিরহাটের পাটগ্রামে শহীদুন নবী জুয়েলকে 
৯.বাংলাদেশে শিশুদের টিকাদান কর্মসূচির অনন্য সাফল্যের জন্য জাতিসংঘ সদর দপ্তরে প্রধানমন্ত্রীকে যে সম্মাননা দেওয়া হয় তার নাম কি? -ভ্যাকসিন হিরো
১০. ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির গায়ে আগুন দেয় কত তারিখে?  -৬ই ২০২০ 
১১. মিয়ানমারের স্বাধীনতার নায়ককে? -জেনারেল অং সান
১২. অংসান সুচিকে নোবেল শান্তি পুরষ্কার দেয়া কত সালে? -১৯৯১ সালে
১৩. শেখ মুজিবুর রহমান তার রাজনৈতিক জীবনে কতবার কারাভোগ করেছেন?-৪ হাজার ৬৮২ দিন কারাভোগ করেছেন
১৪. শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনীর প্রকাশকাল কত? -২০১২


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ