পটিয়ায় ড. ধর্মসেন মহাস্থবির অন্ত্যেষ্টিক্রিয়া স্বেচ্ছাসেবক উদ্যাপন পরিষদের সভা

পটিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি: বাংলাদেশ বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয়গুরু, সংঘরাজ পটিয়া ঊনাইনপুরা লঙ্কারাম বৌদ্ধ বিহারে ভদন্ত ড. ধর্মসেন মহাস্থবির এর ২৫ ও ২৬ ফেব্র"য়ারী দুইদিন ব্যাপী জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া উদ্যাপন উপলক্ষে স্বেচ্ছসেবক কমিটি'র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। ১৬ ফেব্রুয়ারী মঙ্গলবার বিকেলে উনাইনপুরা বৌদ্ধ বিহারে বিভিন্ন গ্রামের স্বেচ্ছাসেবক দলের সাথে মতবিনিময়ে স্বেচ্ছসেবক প্রধান ও উপজেলা আওয়ামীলীগ নেতা প্রজ্ঞাজ্যোতি বড়ুয়া  লিটন এর সভাপতিত্বে ও উপ-প্রধান সীমান্ত বড়–য়ার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অনুজ বড়ুয়া, লিটন বড়ুয়া, নারীনেত্রী রনি বড়–য়া, প্রিয়া বড়–য়াসহ ৩ শতাধিক স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা পটিয়া ঊনাইনপুরা লঙ্কারাম বৌদ্ধ বিহারে ভদন্ত ড. ধর্মসেন মহাস্থবির জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করতে আন্তরিকভাবে কাজ করার আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ