বড়লেখার মুক্তিযোদ্ধাদের সম্মাণী ভাতার শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

আকরাম হোসাইন মৌলভীবাজার জেলা প্রতিনিধি :: বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ইলেকট্রনিক পদ্ধতিতে প্রদান কার্যক্রমের আজ শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারাদেশের ৫টি উপজেলায় উনি অনলাইনে সংযুক্ত হয়ে কথা বলেন যারমধ্যে একটি উপজেলা ছিল বড়লেখা। বড়লেখা প্রান্তে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধাবৃন্দ ও প্রয়াত মুক্তিযোদ্ধাদের ওয়ারিশরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোঃ শাহাব উদ্দিন এমপি, জেলা প্রশাসক জনাব মোঃ নাহিদ আহসান, পুলিশ সুপার জনাব মোহাম্মদ জাকারিয়া, জেলা পরিষদ চেয়ারম্যান জনাব মোঃ মিছবাহ উদ্দিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব সোয়েব আহমেদ সহ বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা প্রমুখ। বড়লেখা প্রান্তে অনুষ্ঠান টি সঞ্চলনা করেন উপজেলা নির্বাহী অফিসার, বড়লেখা মোঃ শামীম আল ইমরান। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে এ প্রান্ত থেকে কথা বলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজ উদ্দিন।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ