উমারপুর ইউনিয়ন আ'লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি রাজ্জাক ও সম্পাদক হেলাল উদ্দিন বিএসসি

 মোঃ শাকিল আহমেদ, বিশেষ   প্রতিনিধি:সিরাজগঞ্জের দুর্গম   চৌহালী উপজেলার  উমারপুর     ইউনিয়নে  প্রায় সাত বছর পর  উমারপুর  ইউনিয়ন আ'লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে  ৷  রবিবার   সকালে   দত্তকান্দি  কে এম বহুমুখী  উচ্চ  বিদ্যালয়ে মাঠে   আলহাজ্ব আব্দুল মতিন মন্ডলের     সভাপতি ও  সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বিএসির  সঞ্চালনে   অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , চৌহালী উপজেলা  আ'লীগের ( ভা:) সভাপতি আবু নজির মিয়া,   উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা  পরিষদের চেয়ারম্যান   মোঃ ফারুক হোসেন সরকার, সাবেক সভাপতি আলহাজ্ব হযরত আলী মাষ্টার , যুগ্ন সম্পাদনা তাজ উদ্দিন আহমেদ ,  উপজেলা ভাইস চেয়ারম্যান মোল্যা বাবুল আক্তার  , উপজেলা আ'লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান রমজান আলী ,  নব নির্বাচিত খাষকাউলিয়া ইউনিয়ন আ'লীগের সভাপতি আবু ছাইদ বিদ্যুত , স্বেচ্ছাসেবকলীগের  সাধারণ  সম্পাদক আরিফ সরকার ও ত্র্যাড: মনিরুল ইসলাম মানিক   প্রমুখ। এতে সভাপতি ২জন  ও সাধারণ সম্পাদক পদে ২জন    মোট প্রাথী ৪জন ৷  পরে ওয়ার্ড আ'লীগ ও ইউনিয়ন আ'লীগের পরোক্ষ ভোটে সভাপতি আব্দুর রাজ্জাক মোল্যা ও সাধারণ সম্পাদক হেলাল বিএসির নাম ঘোষনা করা হয় ৷

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ