মো: আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার নড়াইল: নড়াইলের লোহাগড়া থানা পুলিশের আয়োজনে পালিত হলো ঐতিহাসিক ৭ মার্চ।
এ উপলক্ষে রোববার বিকাল ৩ টায় লোহাগড়া থানা কমপ্লেক্স চত্বরে অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আশিকুর রহমানের সভাপতিত্বে ও সাবেক ছাত্র নেতা রোমান রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের পুলিশ সুপার (প্রশাসন ও মিডিয়া) মো:রিয়াজুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস এম এ হান্নান রুনু, উপজেলা নির্বাহী অফিসার রোসলিনা পারভীন,পৌর মেয়র আশরাফুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি,মুন্সি আলাউদ্দিন আলা, সৈয়দ মশিয়ূর রহমান, লোহাগড়া প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট আব্দুস সালাম খান, আ'লীগ নেতা কাজী বনি আমিন , মনজুরুল করিম মুন, আজাদ সিকদার, যুবলীগ নেতা শেখ সদর উদ্দিন শামীম সহ প্রমুখ। পরে অতিথিবৃন্দ কেক কাটেন । সন্ধ্যায় সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্ঠিত হয়।