যশোরে গাঁজা ও নগদ টাকাসহ যুবক গ্রেফতার

স্টাফ রিপোর্টার : শনিবার বিকেলে কোতয়ালি মডেল থানা পুলিশ বেনাপোল পোর্ট থানার অর্ন্তগত শাখারীপোতা পুর্বপাড়া গ্রামের আমতলার মোড় এলাকা থেকে ৫ কেজি গাঁজা ও নগদ সাড়ে ৬ হাজার টাকাসহ আশিকুর রহমান নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। সে বেনাপোল পোর্ট থানার শাখারিপোতা বাগানপাড়ার মৃত বাচ্চু ফকিরের ছেলে।
র‌্যাব-৬ যশোর ক্যাম্প সূত্রে জানাগেছে, শনিবার বিকেল পৌনে ৪ টায় গোপন সূত্রে খবর পেয়ে উক্ত শাখারীপোতা পূর্বপাড়া গ্রামের আমতলা মোড়ে অভিযান চালিয়ে আশিকুর রহমানকে গ্রেফতার করে। এসময় তার দখলে থাকা ৫ কেজি গাঁজা ও মাদক বিক্রির নগদ সাড়ে ৬ হাজার টাকা উদ্ধার করে। আশিকুর রহমানকে মাদকসহ বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা দেন।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ