ইসলামিক বাংলাদেশ পটিয়া উপজেলার কাউন্সিল ২০২১সম্পন্ন

সেলিম চৌধুরী স্টাফ রিপোর্টার: ইসলামিক ফ্রন্ট বাংলাদেশে পটিয়া উপজেলার কাউন্সিল ২০২১ সম্পন্ন হয়েছে। গতকাল ২০ মার্চ শনিবার  সকাল ১০টায় পটিয়া আদর্শ  মডেল হাই স্কুল  মিলনায়তনে আলহাজ্ব মাওলানা মঈনউদ্দীন চৌধুরী হালিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন-ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আল্লামা কাজী জসিম উদ্দীন। প্রধান বক্তা ছিলেন-ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর চট্টগ্রাম দক্ষিন জেলার  সভাপতি স. ম. হামেদ হোসাইন। উদ্বোধক  ছিলেন-ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী। বিশেষ অতিথি ছিলেন-দক্ষিন জেলা ইসলামিক ফ্রন্টের সহ সভাপতি অধ্যক্ষ মাওলানা নুরুল আমিন, সাধরণ সম্পাদক স. ম.শহিদুল হক ফারুকী। মোহাম্মদ নাসির উদ্দিনের  পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-মোহাম্মদ জামাল উদ্দীন চৌধুরী, 

হারিস উদ্দীন দৌলতী, মাওলানা নুরুল আলম,  আবু নোমান বাদশা, সেকান্দর রহমান কায়সার, মাওলানা আব্দুন নুর, হাফেজ আরিফুল ইসলাম, আব্দুল্লাহ আল মোমিন, মহিউদ্দীন বারী, তারেকুল ইসল তানিম প্রমূখ।  প্রধান অতিথির বক্তব্যে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আল্লামা কাজী জসিম উদ্দীন বলেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলামে কোন সন্ত্রাস জঙ্গিবাদ গোষ্ঠীর স্থান নেই।ইসলাম মানবজাতিকে সত্য ও সৎ পথে চলার দিক নির্দেশনা দিয়েছে। বিশ্বনবী হযরত মুহাম্মদ (স:) ও আউলিয়া কেরামের আদর্শ অনুসরণ করে মানবজাতিকে আদর্শ জীবন গঠন করতে হবে তাহলে এই দুনিয়া ও আখিরাতে শান্তি লাভ করা সম্ভব। তাই সকল নেতৃবৃন্দকে সংগঠনকে সুসংগঠিত করতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।

বিকেলে দ্বিতীয় অধিবেশনে  সর্বসম্মতিক্রমে  ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ পটিয়া উপজেলা শাখার আলহাজ্ব মাওলানা মঈনউদ্দীন চৌধুরী হালিমকে  সভাপতি, মোহাম্মদ নাছির উদ্দীন সাধারণ সম্পাদক ও আবু নোমান বাদশা সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। 

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ