লোহাগড়ায় এক হতদরিদ্রদের বসতঘর আগুনে পুড়ে ছাই

মো:আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার নড়াইল: নড়াইল জেলার লোহাগড়া পৌরসভার গোপীনাথপুর গ্রামে এক হতদরিদ্রর বসতঘর আগুনে পুড়ে ছাই।

সরেজমিন গিয়ে জানা যায় ১৮ মার্চ বৃহস্পতিবার দুপুর ৩ টার সময় এই আগুনলাগার সূত্রপাত ঘটে। বাড়ির মালিক মো: চুন্নু খাঁ পিতাঃ উতার উদ্দিন খাঁ,এই প্রতিবেদককে জানাই রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে ধারণা করা যাচ্ছে। 
এ সময় চুন্নু খাঁ আরো বলেন আমরা গরীব মানুষ সরকারি জায়গাতে থাকি ও সরকারি রাস্তার পাশে এই ঘর ছিলো আমাদের সম্বল আমার ঘরের ভিতরে অনেক কষ্ট করে কিছু মালামাল করেছিলাম সেগুলা পুড়ে আমি নিঃস্ব হয়ে গেলাম।এতে করে আমার ২থেকে আড়াই লক্ষ টাকার ক্ষতি হয়েছে।পরিবারের লোক রাতে ঘুমানোর মত জায়গা টুকু নেই এখন।

এদিকে খবর পেয়ে লোহাগড়া ফায়ার সার্ভিসের একটি টিমে তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণে আনে, ফায়ার স্টেশন অফিসার মো: মাসুদ রানা বলেন দুপুর ৩  টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। কিন্তু দুটো ঘর পুড়ে গেছে তাতে পরিবারের দুই থেকে আড়াই লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ