মেহেরপুরে ব্যবসায়ীদের বিক্ষোভ সমাবেশ

তানভীর আহমেদ, মেহেরপুর জেলা প্রতিনিধিঃ মেহেরপুরে ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছে মেহেরপুরের ব্যবসায়ীরা। আজ দুপুরে ব্যবসায়ী সমিতির সদস্যরা প্রখর রৌদ্র উপেক্ষা করে বিক্ষোভ  করে। এর আগের ঈদেও লকডাউনে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তারা স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনা করার কথা বলেন এবং অবিলম্বে লকডাউন প্রত্যাহার করে ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানান। করোনাভাইরাস প্রতিরোধে সরকার আগামী ২১ এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা করেন । এই লকডাউন চলাকালেই সরকার আরো এক সপ্তাহ বাড়ানোর ঘোষণা করেন। 

তারা আরও বলেন যে লকডাউন চলাকালে মেহেরপুর শহরের প্রধান সড়কে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা কঠোর হলেও কাঁচা বাজার থেকে শুরু করে মেহেরপুরের প্রতিটি গ্রাম গঞ্জে লকডাউন কি জিনিস সাধারণ মানুষের মধ্যে তা খুঁজে পাওয়া যায়নি।লকডাউন আরোও ৭ দিন বাডানোর ফলে ক্ষোভ প্রকাশ করেছে মেহেরপুরের ব্যাবসায়ীরা।তারা দোকানপাট খুলে দেয়ার জন্য সরকারের কাছে দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ