কুলাউড়া উপজেলা প্রতিনিধিঃকুলাউড়া উপজেলার রবিরবাজারের কালা পাহাড়ের গায়ে রাষ্ট্রিয় সম্পদ কয়লার নিউজ করতে গিয়ে সাংবাদিক কে মামলার হুমকি দেন বন বিভাগের তিন কর্মচারী, তাদের মধ্যে একজন বলেন, চামচিকা সাংবাদিক আমাদের কে শান্তি থাকতে দিন না হয় এমন মামলা দিবো ১৪ বছরে বের হতে পারবেন না।
এলাকার স্থানিয় সুত্রে জানা যায়, পাহাড়ের প্রভাবশালী একটা সিন্ডিকেট গ্রুপ ও বনবিভাগের, বিটবন কর্মকর্তা রা উপজাতি খাসিয়া জনগোষ্ঠীর কাছ থেকে মোটা অংশের টাকা পান যা। আমরা তাদের সাক্ষাৎকার নিতে গেলে তারা আমাদের জানান যে আমরা তাদের কথা মত যেনো সাক্ষাৎকার নেই আর তাদের কথা না শুনলে বিভিন্ন মামলার হুমকি ও বিভিন্ন রকমের হয়রানীর শিকার হতে হবে বলে জানান তারা।
এদিকে সাংবাদিকে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে এলাকার প্রভাবশালী সেই মহলটি ও মামলার প্রস্তুতি নিয়েছেন বলে এলাকার প্রায় মানুষের কাছে বলাবলি করতেছেন।এদিকে নিজেকে আত্মরক্ষা করতে সাংবাদিক সেলিম আহমদ,
এ বিষয়টি কুলাউড়া থানায় একটি অভিযোগ দায়ের করতে গেলে থানার কর্মকর্তা (তদন্ত) করে দেখার আশ্বাস দেন এবং সেলিম আহমেদের কাছ থেকে সব ভিডিও ফুটেজ উনার হার্ডডিস্কে সেভ করে রেখেছেন,হয়তো এগুলা তদন্ত করে দেখা হবে।