জিউলিগাছার জিন্তুল্লার স্ত্রী আর নেই

স্টাফ রিপোর্টারঃ জিউলিগাছা গ্রামের জিন্তুল্লার স্ত্রী আর নেই ( ইন্না-----রাজীউন)।আজ (১৭ ই মে)  সোমবার  সকাল ১০ টার দিকে যশোর জেলার ঝিকরগাছা উপজেলার ১ নং গঙ্গানন্দপুর ইউনিয়নের জিউলিগাছা গ্রামের মৃত জিন্তুল্লার স্ত্রী সুফিয়া বেগম (৯০) স্ট্রোক জনিত কারনে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। 
মৃত্যু কালে ৩ কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ