রঙিন খামে চিঠি বিচিত্র কুমার


ঈদ শুভেচ্ছা পাঠিয়েছে
বন্ধুরা সব কত,
তোমারটাই ছিলো সেরা
আমার মনের মত।

একগুচ্ছো গোলাপ আর
রঙিন খামে চিঠি,
আজো আমার মনে পড়ে
তুমি লিখেছিলে কী?

ঈদ মোবারক ঈদ মোবারক
কেমন আছো তুমি?
আমায় কী আর পড়ে না মনে
ভুলে গেছো তুমি?

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ