চিরিরবন্দরে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন


মো. মিজানুর রহমান মিজান, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুর্ধ্য- ১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের খেলা উদ্বোধন করা হয়েছে।

গত ৩০ মে রোববার  দুপুর দেড়টায় উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সূখীপীর মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের খেলায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উদ্বোধন ও বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা সিদ্দীকার সভাপতিত্বে অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. আহসানুল হক মুকুল, থানার কর্মকর্তা ইনচার্জ সুব্রত কুমার সরকার, পুনট্টি ইউপি চেয়ারম্যান নুর এ কামাল, উপজেলা স্কাউটস সম্পাদক লুৎফর রহমান ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম। এ সময় ক্রীড়া সংস্থার সকল সদস্য, সরকারি কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান বৃন্দ, ইউপি সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী দিনে ১০ টি ইউনিয়নের খেলা অনুষ্ঠিত হয়। আগামীকাল ফাইনাল খেলবে আইডিয়াল ফুটবল ক্লাব রাণীরবন্দর ৷

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ