মরণফাঁদে পরিণত ছুটিপুর - মোহাম্মদপুর ব্রিজ

মোঃ সজীব হোসেন, মোহাম্মদপুরঃ চলমান উন্নয়ন প্রক্রিয়ার অংশ যশোর টু ব্যাংদা রোডের কাজ যেন শেষ হয়েও হচ্ছে  না। দীর্ঘদিন ধরে কাজ চলমান থাকায় জনগনের ভোগান্তি দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে, যা দেখার মত কেউ নেই। তার নিদর্শন স্বরূপ ছুটিপুর ব্রিজের বেহাল দশা। 

যানবাহনের মাত্রাতিরিক্ত চাপ থাকা সত্বেও উর্দ্ধতন কর্মকর্তাদের অবহেলার কারণে দিন দিন জীর্ণতার রূপ নিচ্ছে ব্রিজটি। রাস্তার কাজের জন্য ব্রিজের সামনের পিচ উঠিয়ে ফেলায় ব্রিজের সামনে বেশ গর্তের সৃষ্টি হয়েছে এবং ব্যবহৃত লোহার কিছু অংশ উঠে গেছে। যা যেকোন সময় দুর্ঘটনার কারণ হতে পারে। ঈদের আনন্দে যেকোন সময় বিষাদের কারণে  পরিণত হতে পারে এই স্থান। একটু অসাবধানতা যেকোন সময় যে কারো জীবন নিয়ে নিতে পারে। এছাড়াও বৃষ্টিতে রাস্তায় পানি জমে হাঁটু সমান। রাস্তায় ড্রেনেজের ব্যবস্থা থাকা সত্বেও রাস্তার দুই পাশে রাস্তা খুঁড়ে মাটি জমা করে রাখায় এই বেহাল দশা। যা ব্যবসায়ী ও স্থানীয় জনগনের নাভিশ্বাসের কারণ হয়ে উঠেছে। জনগন আশা করে যে, দ্রুতই রাস্তার চলমান কাজ শেষ হবে, তাদের ভোগান্তির নিরসন হবে। উর্দ্ধতন কর্মকর্তাগণ বিষয়টি নজরে নিয়ে জীবনকে স্বাভাবিক করতে ব্যবস্থা গ্রহন করবে বলে জনগণের প্রত্যাশা। 


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ